Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 ১। বন্দীদের সাথে দেখা সাক্ষাত:

বন্দীদের সাথে দেখা সাক্ষাতের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সাক্ষাতের সর্বোচ্চ সময়সীমা ৩০ মিনিট। 

২। পিসির টাকা জমা নেয়া:

প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে হিসাবে টাকা জমা নেয়া হয়। জমাকৃত টাকার রশিদ প্রদান করা হয়।

৩। ওকালতনামা স্বাক্ষর:

ওকালতনামা জমাদানের জন্য নির্ধারিত বাক্স রয়েছে। প্রতি ১ ঘন্টা পরপর স্বাক্ষরকৃত ওকালতনামা প্রদান করা হয়।

৪। বন্দীদের নিকট মালামাল সরবরাহ:

কারা ক্যান্টিনের মাধ্যমে বন্দীদের নিকট মালামাল সরবরাহ করা হয়। সরবরাহকৃত মালামালের স্লিপ প্রদান করা হয়। 

৫। বন্দী মুক্তি:

নির্ধারিত সময়ে নির্ভুল জামিননামা প্রাপ্তির দিনই বন্দী মুক্তি প্রদান করা হয়।